সবাইকে আবারও স্বাগতম আজকের এই পোস্টে । আশা করি আপনারা আমার লিখা আগের পোস্ট গুলো পড়েছেন । যারা আগের পোস্ট গুলি পড়েন নি বা আজ নতুন তারা যদি চান পড়ে আসতে পারেন ।

আজকের টপিক হল ; কীভাবে আপনি আপনার cPanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ? এবং সাথে কিছু Screenshot দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে ।

সবাই হয়তো ইতি মর্ধ্যে একটু হলেও ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনেছেন ও এর ব্যবহার সম্পর্কে । আজ যারা জানেন না তাদের জন্য এই পোস্ট । ওয়ার্ডপ্রেস হল সবচেয়ে বেশি ব্যবহার করা একটা ” CMS ” এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহারকারি ব্যবহার করছে পুরো পৃথিবীতে । আমি আর বেশি কিছুই বলবো না চলে যাবো মূল টপিকে ।

ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পদ্ধতি :

● One click install ( ওয়ান ক্লিক ইনস্টল ) ।

ওয়ান ক্লিক ইনস্টল প্রক্রিয়া টি হল সবচেয়ে সহজ পদ্ধতি । এই পদ্ধতিতে আপনি কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন । চলুন তাহলে দেখে নিন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন । প্রথমে আপনাকে আপনার হোস্টিং cPanel এ লগিন করতে হবে । এরপর মেইন পেজটির নিচে আসতে হবে ।

এইবার আপনি ওপরের Screenshot এর অনুযায়ী এখানে আপনি অনেক ” CMS ” দেখতে পাবেন । এইবার ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন । এরপরে আপনি নিচের Screenshot এর মতো দেখতে পাবেন ।
কিভাবে সিপ্যানেল  ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়

এইবার আপনি ওপরের Screenshot এর অনুযায়ী ” Install ” বাটনে ক্লিক করুন । এরপরে আপনি নিচের কিছু Screenshot এর মতো দেখতে পাবেন ।



এখানে আপনার অয়েব সাইট কিংবা ব্লগ সাইটের ঠিকানা ও প্রটোকল বাছাই করে নিতে হবে । প্রটোকল হল আপনার সাইটের ঠিকানার সাথে ” www ” , ” http:// ” অথবা ” https:// ” । আপনাকে প্রটোকল সিলেক্ট করে নিতে হবে । এর পরে আপনি নিচের Screenshot এর মত আরেকটি সেকশন পাবেন ।


এখানে আপনার সাইটের নাম ও টাইটেল নামটা দিতে হবে যদি মনে করেন । এটা না দিলেও কোনো সমস্যা নেই 



এটা একটি গুরুত্বপূর্ন সেকশন এখানে আপনাকে ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে । এই ইমেইল ও পাসওয়ার্ড কখন ভুলে গেলে আপনি সমস্যাই পরতে পারেন, কারন এই ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ডাশবোর্ডে প্রবেশ করতে হবে । সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ন একটি সেকশন ।

admin-email-and-password

এখানে আপনাকে আপনার সাইটের জন্য Themes বাছাই করতে হবে । এবং এরপর কিক্ল করুন Install বাটনে 


choosing-theme-and-click-instal

এরপর আপনি একটি পেজ দেখতে পাবেন । সেখানে আপনার সাইটের ঠিকানা এবং আডমিন প্যানেল এর ঠিকানা থাকবে । আপনি যদি আপনার সাইটের আডমিন প্যানেলে যেতে চান তাহলে yourdomain.com/wp-admin এ যাবেন । এবং এখানে আপনাকে ঐ ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে লগিন করার জন্য । আশা করি সবাই আজকের টিউটোরিয়ালটি খুব ভালভাবে বুঝতে পেরেছেন । যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন ।



Was this answer helpful? 202 Users Found This Useful (636 Votes)